‘মানুষ গড়ার কারিগর শিক্ষক, একজন ছাত্রের প্রথম নায়ক’

করোনা পরিস্থিতির কারণে এবার ভার্চ্যুয়াল মাধ্যমে সুধী সংযোগ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা
ছবি: প্রথম আলো

শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। সমাজ বিনির্মাণ করেন তাঁরা। শিক্ষক একজন ছাত্রের প্রথম নায়ক। কিন্তু প্রিয় শিক্ষক হওয়া অত্যন্ত কঠিন। একজন প্রিয় শিক্ষকের মধ্যে অনেক গুণ থাকে। নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার্থীবান্ধব প্রিয় শিক্ষকদের গুণাবলি আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে।

‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা’ উপলক্ষে বুধবার বিকেলে অনলাইন সুধী সংযোগ যশোর পর্বের অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। করোনা পরিস্থিতির কারণে এবার ভার্চ্যুয়াল মাধ্যমে সুধী সংযোগ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। নিজের শৈশবের প্রিয় শিক্ষকদের স্মৃতিচারণা করতে গিয়ে অনেকে আপ্লুত হয়ে পড়েন।

প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুব কার্যক্রম ও ইভেন্টস বিভাগের প্রধান মুনির হাসান।

অনুষ্ঠানে যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আমিরুল আলম খান বলেন, শিক্ষক আজীবন শ্রদ্ধার। শিক্ষকেরা শুধু শিক্ষকই নন, তাঁরা দার্শনিক, বাতিঘর, গাইড ও রোল মডেল। শিক্ষককে আদর্শবান হতে হবে। কিন্তু যে শিক্ষকের পেটে ভাত নেই, যে শিক্ষক জানেন না অবসরে যাওয়ার কত বছর পর তিনি অবসর ভাতা পাবেন, সে শিক্ষকের পক্ষে প্রিয় শিক্ষক হয়ে ওঠা অনেক বেশি কঠিন। ভালো শিক্ষক হওয়া, প্রিয় শিক্ষক হওয়া সত্যিই অনেক কঠিন।

গত বছর ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা’ পেয়েছি। এ সম্মান শুধু আমার নয়, এ সম্মান শিক্ষক সমাজের।
তারাপদ দাস, ২০১৯ সালে প্রিয় শিক্ষক সম্মাননাপ্রাপ্ত

অনলাইনে যুক্ত হয়ে সুধী সংযোগে আরও বক্তব্য দেন আইপিডিসির হেড অফ ডিস্ট্রিবিউশন রাহাত জামিল, যশোর জেলা শাখার ব্যবস্থাপক জসীম উদ্দীন, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ, ২০১৯ সালে প্রিয় শিক্ষক সম্মাননা পাওয়া তারাপদ দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবা শেফা, সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের সভাপতি সুকুমার দাস, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) যশোরের সভাপতি সালেহা বেগম, গ্রামের কাগজের সম্পাদক মোবিনুল ইসলাম, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাংস্কৃতিক সংগঠন তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার বার্তা সম্পাদক এইচ আর তুহিন, কবি ও সাহিত্যিক শাহনাজ পারভীন, পাঁচবাড়িয়া-বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাহমুদা আক্তার, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পারভীনা খাতুন প্রমুখ।

প্রিয় শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষক তারাপদ দাস বলেন, ‘আমার একজন প্রিয় শিক্ষক বলেছিলেন, “শিক্ষকতা পেশায় স্বাচ্ছন্দ্য নেই। তুমি কেন এ পেশায় আসবে।” আমি স্যারকে বলেছিলাম, আমি ছাত্রদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। তারা যাতে মানুষের সেবা করতে পারে, এমন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষক হয়ে আমি সেটা করতে পেরেছি। এ জন্য গত বছর ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা’ পেয়েছি। এ সম্মান শুধু আমার নয়, এ সম্মান শিক্ষক সমাজের।’
অনুষ্ঠানের আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রথম আলো যশোর বন্ধুসভার সদস্যরা।

আয়োজকেরা জানান, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষককে দেওয়া হবে এই সম্মাননা। একজন মনোনয়নকারী সর্বোচ্চ তিন শিক্ষককে মনোনীত করতে পারবেন। মনোনয়নকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। অনলাইনে নির্দিষ্ট ফরমে আবেদন করা যাবে (www.priyoshikkhok.com) এই ওয়েব ঠিকানায়।