মান্দা উপজেলা পরিষদ উপনির্বাচনে ভোট চলছে

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের উপনির্বাচনে আজ সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। ভোটগ্রহণের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। সকাল সাড়ে ৯টায় মান্দা উপজেলার বড়পই কেন্দ্রে
প্রথম আলো

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক ও ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৯৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৯৮ জন ও নারী ভোটার সংখ্যা ১ লাখ ৫২ হাজার ২৭৮ জন। উপজেলার ১৪ ইউনিয়নে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০৮ টি। ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।

সকালে ভোটগ্রহণের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ভোটকেন্দ্রগুলোর বাইরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের উপস্থিতি চোখে পড়লেও বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতি চোখে পড়েনি।

সকাল ৯টায় উপজেলার বড়পই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী মোল্লা এমদাদুল হক। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটের পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্ট। জয়ের ব্যাপারী শতভাগ আশাবাদী। ভোটে যে ফল হবে তা মেনে নেব।’

বিএনপির প্রার্থী মোখলেছুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভোট শুরুর পর থেকে বিএনপির কর্মী-সমর্থকদের বিভিন্ন ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এ ছাড়া গতকাল সোমবার বিএনপির কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়ে এসেছেন আওয়ামী লীগ প্রার্থীর লোকজন।’

সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে বিজিবি, র‍্যাব, পুলিশসহ চার স্তরের নিরাপত্তা বাহিনী কাজ করছে। এ ছাড়া ৫ জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশের ৭টি ভ্রাম্যমাণ দল ভোটের মাঠ তদারকি করবে।

গত ৬ জুলাই নওগাঁর মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন করোনাভাইরাসের সংক্রমণে মারা যান। তখন চেয়ারম্যান পদটি শূন্য হয়।

এদিকে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আজ ভোট চলছে। এই নির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী মাসুদ রানা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবদুল হাদি চৌধুরী (ঘোড়া) ও হেলাল হোসেন।

গত ৩০ জুন মথুরাপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মারা গেলে পদটি শূন্য হয়।