মামলার হাজিরা দিয়ে বাড়িতে ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা

নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনার আটপাড়া উপজেলায় মামলার হাজিরা দিয়ে বাড়িতে ফেরার পথে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ মিয়া (৪০) ওই গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এরশাদ মিয়ার সঙ্গে একই গ্রামের সবুজ মিয়া নামের এক ব্যক্তির জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে প্রায় আট মাস আগে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন উভয় পক্ষই আদালতে মামলা করে। সেই মামলা দুটি এখনো চলছে। এর মধ্যে একটি মামলার হাজিরা দিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে এরশাদ মিয়া বাড়িতে ফিরছিলেন। রাত নয়টার দিকে গ্রামের সড়কে পৌঁছালে ওত পেতে থাকা কিছু দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এরশাদকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ূন কবীর প্রথম আলোকে বলেন, হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে এরশাদ মিয়ার মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির ভাই শহিদুল ইসলাম বলেন, ‘সবুজ মিয়ার লোকজন উচ্ছৃঙ্খল হওয়ায় মামলার হাজিরা দিয়ে আমার ভাই লুকিয়ে বাড়িতে ফিরছিলেন। প্রতিপক্ষের লোকজন তাঁকে পথে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে। হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, এরশাদ মিয়াকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তাঁর লাশ মদন হাসপাতালে আছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।