মামার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে প্রাণ গেল ছয় বছরের ভাগনের

নোয়াখালী জেলার মানচিত্র

কিশোর বয়সী মামার সঙ্গে মোটরসাইকেলে বসে ঘোরার বায়না ধরেছিল আল-আমিন (৬)। ভাগনেসহ তিন শিশুকে মোটরসাইকেলের সামনে-পেছনে তুলে ঘুরতে বের হন মামা জিহাদ হোসেন (১৪)। মোটরসাইকেলটি কিছু দূর না যেতেই মামা নিয়ন্ত্রণ হারালে সেটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সামনে বসা ভাগনে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় মামা জিহাদসহ আরও তিনজন।

গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার ভূঁইয়ার হাট-আবদুল্যাহ মিয়ার হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় মোটরসাইকেলটির চালক জিহাদ হোসেনসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আল-আমিনের লাশ উদ্ধার করে।

নিহত আল-আমিন স্থানীয় আবদুল্যাহ মিয়ার হাট আইডিয়াল একাডেমির নার্সারি শ্রেণির ছাত্র ছিল। তার বাবা ধানসিঁড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৌদিপ্রবাসী আবদুর রহমান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় শিশু আল-আমিন নিহত হয়েছে। মোটরসাইকেলে থাকা বাকি তিনজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ নিহত আল-আমিনের লাশ উদ্ধার করে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।