মাস্ক ব্যবহারকারী পেলেন ফুল

মাস্ক ব্যবহারকারী পথচারীর হাতে ফুল তুলে দিচ্ছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা। আজ মঙ্গলবার সন্ধ্যায়প্রথম আলো

মাস্ক ব্যবহারকারী পথচারীর হাতে ফুল তুলে দিলেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা। এ সময় মাস্ক না পরায় ২১ জনকে ৪ হাজার ৭৫০ টাকা জরিমানাও করেন তিনি। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মইজ্জারটেক এলাকায় অভিযান চলাকালে তিনি এ রকম উদ্যোগ নেন। এ সময় বিতরণ করা হয় সচেতনতাবিষয়ক প্রচারপত্র ও মাস্ক।

সূত্র জানায়, আজ মইজ্জারটেক এলাকায় বাস, দোকান ও শপিং মলে গিয়ে মাস্ক ব্যবহারকারীর হাতে ফুল তুলে দেন ইউএনও। ওই সময় তিনি মাস্ক না থাকায় ২১ জনকে ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক মনোয়ারা মনি।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলায় আমরা ফুল বিতরণ করেছি। পাশাপাশি না মানায় জরিমানা করা হয়েছে। করোনাভাইরাস (কোভিড–১৯) প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব করা হচ্ছে।’