চুন ঘোষণা দিয়ে আনা কনটেইনারবোঝাই বিদেশি মদ উদ্ধার

চুন ঘোষণা দিয়ে আনা একটি কন্টেইনার খুলে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ৯ হাজার ৭৬৮ বোতল মদ উদ্ধার হয়েছে। মঙ্গলবার মোংলা বন্দরের দুই নম্বর ইয়ার্ড
ছবি: সংগৃহীত

শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণা দিয়ে আনা কনটেইনারবোঝাই বিদেশি মদের একটি চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ মঙ্গলবার মোংলা সমুদ্রবন্দরের ইয়ার্ডে থাকা একটি কনটেইনার খুলে প্রায় ১০ হাজার বোতল বিদেশি মদের ওই চালানটি জব্দ করে মোংলা কাস্টম হাউসের শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মোংলা কাস্টম হাউস জানায়, মঙ্গলবার বন্দরের ২ নম্বর ইয়ার্ডে থাকা খালাস না করা একটি কনটেইনার নিরীক্ষাকালে তারা অবৈধভাবে আনা ওই মদ দেখতে পায়। কুইক লাইম বা চুন (ক্যালসিয়াম অক্সাইড) ঘোষণা দিয়ে ঢাকার ফাহাদ ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান ওই কনটেইনার আমদানি করে। তবে পণ্য খালাসে বন্দর নির্ধারিত ৩০ দিন পার হওয়ার পরও দীর্ঘ সময়ে কনটেইনারটি খালাস করেনি ওই আমদানিকারক প্রতিষ্ঠান।

গত মার্চে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি কোটারিয়া জাহাজে করে মোংলা বন্দর দিয়ে ওই কনটেইনারটি আসে।
চুন ঘোষণা দিয়ে আনা একটি কন্টেইনার খুলে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ৯ হাজার ৭৬৮ বোতল মদ উদ্ধার হয়েছে। মঙ্গলবার মোংলা বন্দরের দুই নম্বর ইয়ার্ড
ছবি: সংগৃহীত

এ ধরনের খালাস না হওয়া পণ্যে নিলামে তোলার জন্য মোংলা বন্দরের ট্রাফিক বিভাগ থেকে কাস্টমসকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য ইনভেনটরি করার উদ্দেশ্যে মঙ্গলবার কনটেইনার খুললে কুইক লাইম বা চুনের পরিবর্তে কার্টনভর্তি মদ দেখতে পায়।

একই সূত্র জানায়, গত মার্চে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি কোটারিয়া জাহাজে করে মোংলা বন্দর দিয়ে ওই কনটেইনারটি আসে।

মোংলা কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো. মাহফুজ আহম্মেদ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গণনা শেষে ওই কনটেইনারে থাকা ৮১৪টি পৃথক কার্টনে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মোট ৯ হাজার ৭৬৮ বোতল বিদেশি মদ পাওয়া গেছে। এতে মোট ৮টি ব্র্যান্ডের মদ রয়েছে। এই ঘটনায় বাগেরহাটের মোংলা থানায় মামলা করা হবে।