মিরকাদিমের মেয়রের বাড়িতে বিস্ফোরণ গ্যাস লিকেজ থেকে: পুলিশ

মুন্সিগঞ্জ জেলার মানচিত্র

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আবদুস সালামের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত করেছেন বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা। আজ বুধবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজীব খান এ তথ্য জানান।

পরিদর্শক (তদন্ত) মো. রাজীব খান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল মঙ্গলবার সারা দিন মুন্সিগঞ্জে গ্যাস ছিল না। হয়ত গ্যাসের চুলার চাবি খোলা ছিল। এতে বাড়িতে গ্যাস জমা হয়ে যায়। সেখানকার যাবতীয় আলামত পর্যবেক্ষণ করে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা।

গতকাল রাত সাড়ে আটটার দিকে মিরকাদিম পৌরসভার মেয়র আবদুস সালামের রামগোপালপুরের বাড়িতে পৌর কাউন্সিলর ও পৌরসভার কর্মীদের নিয়ে সভা করছিলেন। সে সময় বিস্ফোরণ ঘটে। এতে মেয়রের স্ত্রী, চারজন কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হন। তাঁদের মধ্যে মেয়রের স্ত্রী কানন বেগম, রহিম বাদশা, মো. আওলাদ হোসেন, মো. তাজুল ইসলাম, মো. মাইনুদ্দিন, মোশারফ হোসেন, শ্যামল দাস, পান্না মিয়া ও কালু মিয়াকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেয়রের ছেলে মানিক মিয়া বলেন, তাঁর মা কানন বেগম এখন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে আছেন।