মিরপুর থেকে গিয়ে মারা যাওয়া ব্যক্তির রিপোর্ট নেগেটিভ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারইকান্দি গ্রামে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৬ মে মারা যাওয়া নজরুল ইসলাম (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

আজ বুধবার দুপুরে তাঁর নমুনা রিপোর্ট নেগেটিভ আসে। নজরুল ইসলাম যে বাড়িতে মারা গেছেন, সে বাড়ি এবং আশপাশের বাড়ির সদস্যদের রিপোর্টও নেগেটিভ। আজ বিকেল থেকে তাঁদের লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

 গ্রামবাসী জানান, নজরুল ইসলাম ঢাকার মিরপুর থেকে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ২ মে সকালে গ্রামের বাড়ি দাউদকান্দির হামির্দিতে আসেন। সেখান থেকে শ্বশুরবাড়ি উপজেলার ঢাকারগাঁও গ্রামে, পরে একই উপজেলার বারইকান্দি গ্রামে ভগ্নিপতির বাড়ি আসেন। চিকিৎসা ছাড়াই ভগ্নিপতি আবদুল কাদিরের বাড়িতে ৬ মে তিনি মারা যান। এরপরই আবদুল কাদিরের পরিবারসহ আশপাশের চারটি পরিবারকে লকডাউন ঘোষণা করেন। নিহত নজরুল ইসলামসহ চারটি পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম বলেন, বুধবার দুপুরে আসা রিপোর্ট অনুযায়ী জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নজরুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। আবদুল কাদেরসহ আশপাশের অন্যান্য পরিবারের সব সদস্যরাও করোনাভাইরাসমুক্ত। তাঁদের শরীরেও করোনার জীবাণু পাওয়া যায়নি। আজ বিকেল থেকে তাঁদের ওপর আরোপিত লকডাউন তুলে নেওয়া হয়েছে।