মির্জাগঞ্জে ডায়রিয়ায় এক নারীর মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ডায়রিয়া রোগীর ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৮৮ জন। গতকাল বুধবার দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ২৪৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী। এর মধ্যে সকালে খুশি আক্তার  (৩০) নামের এক নারী মারা গেছেন।

খুশি উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের গোলদার বাড়ি মো. ইউসুফ গোলদারের মেয়ে। সে গত মঙ্গলবার রাতে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া গত ১০ দিনে উপজেলা বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ডায়রিয়ার উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। এরা সবাই নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিয়েছিলেন।

মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন লিজা প্রথম আলোকে বলেন, ডায়রিয়ার প্রকোপ কিছুতেই কমছে না। প্রতিদিন ৮০-৯০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। এর মধ্যে বুধবার সকালে খুশি নামে এক নারী এই প্রথম হাসপাতালে মারা গেছেন। বর্তমানে আইভি স্যালাইনের ঘাটতি নেই। ব্যক্তি উদ্যোগেও অনেকে আইভি স্যালাইন দিয়ে রোগীদের সেবায় এগিয়ে আসছেন। বুধবার সকালে ব্যক্তিগতভাবে ঢাকা হেড কোয়াটার্সের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদুর রহমান ১ হাজার ব্যাগ আইভি স্যালাইন বিনা মূল্যে দিয়েছেন। তাঁর বাড়ি বরিশাল বিভাগে।