মির্জাগঞ্জে বোতলজাত সয়াবিন খোলা তেল হিসেবে বিক্রি, জরিমানা

পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বোতলজাত সয়াবিন তেল ড্রামে ঢেলে খোলা তেল হিসেবে বেশি দামে বিক্রি করার অভিযোগে রমেশ মিস্ত্রি নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার দুপুরে উপজেলার সুবিদখালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানিয়া ফেরদৌস।

অভিযানে ওই ব্যবসায়ীর দোকান থেকে ৫৬টি পাঁচ লিটারের খালি বোতল জব্দ করা হয়। এ সময় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তালুকদারসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ইউএনও মোসা. তানিয়া ফেরদৌস প্রথম আলোকে বলেন, সুবিদখালী বাজারের ব্যবসায়ী রমেশ মিস্ত্রি বোতলজাত সয়াবিন তেল ড্রামে ঢেলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছিলেন। আজ দুপুরে তাঁর দোকান ও গুদামে অভিযান চালানো হয়। এ সময় ৫ লিটারের ৫৬টি খালি বোতল জব্দ করা হয়। ওই ব্যবসায়ীকে এ জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় কয়েক ক্রেতা জানান, উপজেলার বিভিন্ন হাট-বাজার থেকে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গেছে। ব্যবসায়ীরা কৌশল বদলে বোতলজাত সয়াবিন তেল ড্রামে ঢেলে খোলা তেল হিসেবে বিক্রি করছেন। এতে প্রতি লিটারে ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি করা সম্ভব হচ্ছে। উত্তর আমড়াগাছিয়া গ্রামের একজন ক্রেতা বলেন, আজ তিনি সুবিদখালী বাজার থেকে ২২০ টাকা দরে খোলা সয়াবিন তেল কিনেছেন।