মির্জাপুরে নিখোঁজের সাড়ে ৫ মাস পর ভ্যানচালকের কঙ্কাল উদ্ধার

নিহত
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের সাড়ে পাঁচ মাস পর শফিকুল ইসলাম (২২) নামের এক ভ্যানচালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের কহেলা কলেজের পাশে একটি খেতের মাটি খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মামুন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ইউনিয়নটির নবগ্রাম গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শফিকুল গত বছরের ২৫ সেপ্টেম্বর ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আত্মীয়রা বাড়ির পাশে মোস্তমাপুর খেয়াঘাট থেকে চার দিন পর তাঁর ভ্যানটি উদ্ধার করে। এ ঘটনায় তাঁর চাচা শিপন মিয়া গত বছরের ৩০ সেপ্টেম্বর মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ৫ মার্চ তাঁর মা চম্পা বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় হত্যা মামলা করেন।

শফিকুল গত বছরের ২৫ সেপ্টেম্বর ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আত্মীয়রা বাড়ির পাশে মোস্তমাপুর খেয়াঘাট থেকে চার দিন পর তাঁর ভ্যানটি উদ্ধার করে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের কহেলা কলেজের পাশে একটি খেতের মাটি খুঁড়ে তাঁর কঙ্কাল উদ্ধার করা হয়।

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মামুনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মাটি খুঁড়ে পুলিশ শফিকুলের কঙ্কাল উদ্ধার করে।

থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে কয়েকজন জড়িত রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধারকৃত কঙ্কাল ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।