মির্জাপুরে নৌকা পেলেন খান আহমেদ, খুলনা-বরিশালে ইউপির প্রার্থী চূড়ান্ত

টাঙ্গাইল–৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন খান আহমেদ। এ ছাড়া পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর বিভাগের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা এবং খুলনা ও বরিশাল বিভাগের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

শুক্রবার আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। টাঙ্গাইলের মির্জাপুরে মনোনয়ন পাওয়া খান আহমেদ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের ছেলে। ব্যবসায়ী খান আহমেদ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য।

গত ১৬ নভেম্বর মির্জাপুর আসনের চারবারের সাংসদ একাব্বর হোসেন মারা গেলে আসনটি শূন্য হয়। আগামী ১৬ জানুয়ারি আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটিতে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের সাতজন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। ১৯৭০ ও ১৯৭৩ সালে মির্জাপুর থেকে খান আহমেদের বাবা ফজলুর রহমান সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

আ. লীগ.pdf

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীর তালিকা দেখতে ক্লিক করুন...