মির্জাপুরে পূর্বঘোষণা ছাড়াই বন্ধ কারখানা, কর্মহীন ২৭০ শ্রমিক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত এম এইচ জুট মিলস নামের একটি সুতার কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই পুলিশ মোতায়েন করে আজ বৃহস্পতিবার দুপুরে কারখানাটি বন্ধ করে দেওয়ায় ২৭০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

কারখানার শ্রমিকেরা জানান, গত ১০ দিন আগে থেকেই কারখানাটি বন্ধের খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে গত বৃহস্পতিবার শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করেন। কর্তৃপক্ষ ওই সময় কারখানা বন্ধ হবে না বলে ঘোষণা দিলে শ্রমিকেরা কাজে যোগ দেন। এর এক সপ্তাহ পর আজ বৃহস্পতিবার সকালে কারখানার ভেতরে ও বাইরে হঠাৎ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কারখানাটিতে শ্রমিকেরা সাধারণত দুই পালায় কাজ করেন।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার কয়েকজন শ্রমিক বলেন, কোনো প্রকার ঘোষণা ছাড়াই তাঁদের ন্যায্য পাওনা না দিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। কারখানাটিতে শ্রমিকেরা দৈনিক ১৯০ থেকে ২২০ টাকা মজুরিতে কাজ করতেন। কারখানা থেকে বের করে দেওয়ার সময় একজন করে শ্রমিক ডেকে তাঁদের হাতে বকেয়া এক সপ্তাহ, চলতি সপ্তাহ ও অগ্রিম এক সপ্তাহের মজুরি দেওয়া হয়েছে। কিন্তু শ্রম আইন অনুযায়ী তাঁদের তিন মাসের অগ্রিম টাকা পরিশোধ করা হয়নি। তাঁদের পুলিশ দিয়ে ভয় দেখানো হয়েছে।

টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এস এম খালিদ হোসেন বলেন, পুলিশের উপস্থিতিতে কারখানাটি বন্ধ করে কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে অন্যায় করেছে। এমনিতেই দেশে করোনা পরিস্থিতি চলছে। এর মধ্যে হঠাৎ প্রায় পৌনে ৩০০ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ওই শ্রমিকদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরাও জড়িত। এখন তারা কী করবে। কী খাবে, কোথায় যাবে।

মুঠোফোনে যোগাযোগ করা হলে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. কদ্দুস উল আলম জানান, বাজারে পাটের অভাব থাকায় কারখানায় কাজ নেই। শ্রমিকেরা অন্যত্র চলে যাচ্ছিল। এ জন্য কর্তৃপক্ষ শ্রমিকদের সমুদয় পাওনা পরিশোধ করে কারখানা বন্ধ ঘোষণা করেছে।