সাড়ে ৩ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রোহিঙ্গা

উখিয়া ৪ নম্বর রাজাপালং ইউপির বাগানপাড়া ফিশারীঘাট এলাকা থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়িসহ চারজন রোহিঙ্গা ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকালে
ছবি: বিজিবির সৌজন্যে

মিয়ানমার থেকে ব্যাগভর্তি ইয়াবার একটি বড় চালান নিয়ে হাঁটাপথে বাংলাদেশে আসার সময় চারজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ সোমবার ভোরে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল উখিয়ার রাজাপালং ইউনিয়নের বাগানপাড়া ফিশারিঘাট সীমান্ত থেকে তাঁদের গ্রেপ্তার করে। চারজনই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

এ সময় ওই চার মাদক পাচারকারীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করে বিজিবি, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। ওই চার রোহিঙ্গা ইয়াবাগুলো কক্সবাজারের রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে নিচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

গ্রেপ্তার চার রোহিঙ্গা হলেন কুতুপালং শিবিরে ক্যাম্প-১ ব্লক-এফ/৩ বাসিন্দা নুরুল বশরের ছেলে মো. সৈয়দ (৩৭), একই ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে এনায়েতুর রহমান (২১), শামসুর আলমের ছেলে নুর আলম (৩০) ও সুলতান আহমদের ছেলে মো. জুবায়ের (২০)। দুপুরে তাঁদের উখিয়া থানায় হস্তান্তরের পর মাদক আইনে মামলা হয়েছে।

ভোররাত সাড়ে তিনটার দিকে মিয়ানমার থেকে ব্যাগভর্তি ১ লাখ ২০ হাজার ইয়াবার একটি বড় চালান নিয়ে হাঁটাপথে বাংলাদেশে আসার সময় চারজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে বিজিবি। চারজনই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

৩৪ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবদুল আজিজ ভূঁইয়া বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান আসছে, এমন খবরের ভিত্তিতে বিজিবির টহলদল বাগানপাড়া ফিশারিঘাট সীমান্তে অবস্থান নেয়। ভোররাত সাড়ে তিনটার দিকে টহলদল দেখে, মিয়ানমারের দিক থেকে চার ব্যক্তি হেঁটে বাংলাদেশের দিকে আসছেন। এ সময় বিজিবি সদস্যরা কৌশলে তাঁদের আটক করেন। পরে রোহিঙ্গাদের হাতে থাকা লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ১ লাখ ২০ হাজার ইয়াবা, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, সম্প্রতি মিয়ানমার থেকে ইয়াবা চোরাচালান বেড়েছে। বিজিবির হাতে ইয়াবার বড় চালান ধরাও পড়ছে। ইয়াবা পাচারের সঙ্গে রোহিঙ্গারা জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। ৩৪ বিজিবি সদস্যরা চলতি বছর একাধিক অভিযান চালিয়ে প্রায় ১০৫ কোটি টাকা মূল্যের ৩৪ লাখ ৮৩ হাজার ৯৩২ ইয়াবা উদ্ধার করেন। এ সময় গ্রেপ্তার করা হয় ২৮৫ জন মাদক পাচারকারীকে।