সিরাজগঞ্জে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া চরের প্রতিবন্ধী স্কুল চত্বরে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে মুক্ত আসর। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া চরের প্রতিবন্ধী স্কুল চত্বরে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে মুক্ত আসর। ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত মুক্ত আসরের উদ্যোগে সিরাজগঞ্জের সদর ও কাজীপুর উপজেলার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নের মহেশকাংলা চরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এরপর কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের নাটুয়ারপাড়া চরে চিকিৎসা সেবা দেওয়া হয়। এসব কার্যক্রমে সহায়তা করে টুগেদার উই ক্যান নামের একটি সংগঠন।

মহেশকাংলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ১২০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনিসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। ত্রাণ সামগ্রী বিতরণ কাজে অংশ নেন মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আবু তাহের সোহেল, সদস্য বেনী আমীন, মো. মিশুক, সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের সভাপতি প্রদীপ সাহা, প্রথম আলো সিরাজগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য মো. নাইম, মো. হাসান প্রমুখ।

কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া চরের প্রতিবন্ধী স্কুল চত্বরে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে মুক্ত আসর। ছবি: সংগৃহীত
কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া চরের প্রতিবন্ধী স্কুল চত্বরে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে মুক্ত আসর। ছবি: সংগৃহীত

এদিকে কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া চরের প্রতিবন্ধী স্কুল চত্বরে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। কার্যক্রম তদারক করেন টুগেদার উই ক্যান নামের সংগঠনের প্রতিষ্ঠাতা ও অভিনেত্রী কাজী নওশাবা। চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসক অমিত সিনহা, মহিদুর রহমান শুভ্র, দেবাশীষ দে, মো. হানিফ ও শর্মী আহমেদ। এখানে চার শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।