মুক্তাগাছায় চিকিৎসককে মারধরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহববুল আলম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম ওরফে মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুক্তাগাছা ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে মারধরের অভিযোগে আজ বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মুক্তাগাছা থানা সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে যুবলীগ নেতা মাহবুবুল আলম মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসা কর্মকর্তাকে ফোন করেন। এ সময় তিনি ওই চিকিৎসা কর্মকর্তাকে তাঁর পরিবারের একজন সদস্যের করোনা পরীক্ষার জন্য তাঁদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করতে বলেন। কিন্তু ওই চিকিৎসা কর্মকর্তা ফোনে তাঁকে বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করার নিয়ম নেই বলে জানিয়ে দেন।

এ ঘটনার কিছুক্ষণ পর মাহবুবুল আলম ক্ষিপ্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে ওই চিকিৎসককে মারধর করেন এবং চিকিৎসকের কক্ষে ভাঙচুর চালান। এ ঘটনায় গতকাল রাতে মাহবুবুল আলমের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা করেন ওই চিকিৎসক।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মুক্তাগাছা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাহবুবুল আলমকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহ জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, মাহবুবুল আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চিকিৎসা কর্মকর্তাকে মারধর ও মাহবুবুল আলমকে গ্রেপ্তারের বিষয়ে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক বক্তব্য জানানো হবে।

এ বিষয়ে ময়মনসিংহের সিভিল সার্জন মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা মুক্তাগাছা ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসককে মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের দাবি জানাচ্ছি।’