মুখে কালো কাপড় বেঁধে জামালপুরের সাংবাদিকদের নির্বাক প্রতিবাদ

মুখে কালো কাপড় বেঁধে নির্বাক প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা। আজ বুধবার জামালপুর প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে পঞ্চম দিনের মতো নির্বাক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে আজ বুধবার জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দুপুর ১২টার দিকে জামালপুর প্রেসক্লাবের সামনে হওয়া কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে প্রতিদিন কর্মসূচিতে অংশ নিচ্ছেন জেলা প্রেসক্লাব, জেলা রিপোর্টার্স ক্লাব জামালপুর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জামালপুর জেলা শাখা, বাংলাদেশ প্রেসক্লাব জামালপুর জেলা শাখা ও জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।

সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, পঞ্চম দিনের মতো তাঁদের আন্দোলন চলছে। কিন্তু তাঁদের দাবি মেনে নেওয়া হয়নি। অন্যদিকে করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে যখন বাংলাদেশসহ বিশ্বের নানা জায়গায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে, তখনো জেলায় পুলিশ নারী কল্যাণের (পুনাক) মেলা চলছে। পুলিশি ক্ষমতা বলেই কোনো কিছুর তোয়াক্কা না করে মেলা চালিয়ে যাচ্ছে তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অবিলম্বে বিতর্কিত পুলিশ সুপারের প্রত্যাহার ও মেলা বন্ধের দাবি জানান।

পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির মেলা নিয়ে গত শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাংবাদিকদের অভিযোগ, ওই সভায় জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত না হওয়ায় ক্ষুব্ধ হন পুলিশ সুপার। তাঁদের উঠিয়ে নিয়ে পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকিসহ নানা আপত্তিকর মন্তব্য করেন।