মুঠোফোন চুরির অপবাদ দিয়ে তরুণকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের ত্রিশালে বিল্লাল হোসেন (২২) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। পরিবারের অভিযোগ, পূর্বশক্রতার জেরে মুঠোফোন চুরির অপবাদ দিয়ে বিল্লালকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে আজ শনিবার দুপুরে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহত বিল্লালের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আরও বলেন, পূর্বশত্রুতার জেরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের নাম–ঠিকানা পাওয়া গেছে। তাঁদের ধরতে অভিযান চলছে।

বিল্লালের বড় ভাই সোলাইমান হোসেন বলেন, তাঁদের গ্রামের সাদিকুল ইসলামের (৪০) সঙ্গে দেড় বছর আগে থেকেই বিল্লালের বিরোধ ছিল। গতকাল মধ্যরাতে বিল্লাল ওয়াজ শুনে বাড়ি ফিরছিলেন। নারায়ণপুর গ্রামের জামে মসজিদের কাছে আসতে সাদিকুলসহ কয়েকজন মুঠোফোন চুরির অপবাদে বিল্লালকে আটক করেন। তাঁরা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে বিল্লালকে হত্যা করে পালিয়ে যান। আশপাশের লোকজনের কাছ থেকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে বিল্লালের লাশ দেখতে পান।