মুঠোফোনে গেমস খেলা নিয়ে বিরোধে তরুণ খুন

হত্যা
প্রতীকী ছবি

যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে রাকিব (১৮) নামের এক তরুণকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এনায়েতপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল রাতে রাকিবসহ সমবয়সী কয়েকজন এনায়েতপুর গ্রামের ঈদগাহ মাঠে মুঠোফোনে গেমস খেলছিলেন। হঠাৎ রাকিবের সঙ্গে সোহানের হাতাহাতি হয়। একপর্যায়ে সোহান (২০) ছুরি বের করে রাকিবের পেটে ঢুকিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন রাকিবকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মুঠোফোনে গেমস খেলা নিয়ে সমবয়সী দুজনের মধ্যে ঝামেলা হয়। একপর্যায়ে সোহান নামের এক তরুণ রাকিবের পেটে ছুরি ঢুকিয়ে দেন। এতে রাকিবের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হবে।