মুন্সিগঞ্জে আগুনে পুড়েছে জালের কারখানা

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডে হেনা ফিসিং নেট নামে একটি জালের কারখানা পুড়ে গেছে। রোববার সকাল ৯টায় তোলা
ছবি: প্রথম আলো


মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডে ‘হেনা ফিসিং নেট’ নামে একটি জালের কারখানা পুড়ে গেছে। আজ রোববার ভোর ৪টার দিকে সদর উপজেলার মুক্তারপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস। কারখানার মাল ও যন্ত্রাংশ পুড়ে প্রায় ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।

এদিকে খবর আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের কর্মী আবু ইউসুফ আহত হয়েছেন। তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ করে কারখানায় আগুন লেগে যায়। সে সময় ভেতরে শ্রমিকেরা কর্মরত ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকেরা বের হতে সক্ষম হওয়ায় কেউ হতাহত হননি।

কারখানার ভেতরে থাকা শ্রমিক আলমগীর হোসেন বলেন, রাতের পালায় কাজ করছিলেন তাঁরা। ভোরে কারখানার এক কোণে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় প্রতিষ্ঠানের ভেতরে থাকা আগুন নেভানোর স্প্রে মেশিন দিয়ে প্রায় ১০ থেকে ১৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। পরে শ্রমিকেরা নিরাপদে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যান।

কীভাবে আগুন লাগল, তা বুঝতে পারছেন না। আগুনে কারখানার মেশিন ও জাল তৈরির কাঁচামালসহ প্রায় ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চাঁন মিয়া, কারখানার ব্যবস্থাপক

কারখানার ব্যবস্থাপক চাঁন মিয়া বলেন, কীভাবে আগুন লাগল, তা বুঝতে পারছেন না। আগুনে কারখানার মেশিন ও জাল তৈরির কাঁচামালসহ প্রায় ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ভোরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানান মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবু বক্কর জামাল। তিনি আরও বলেন, আগুন ছড়িয়ে পড়ার ভয়াবহতা বিবেচনা করে আরও দুটি ইউনিট যুক্ত হয়। চারটি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি।