মে দিবসে বরিশালে পৃথক পৃথক কর্মসূচি পালন

মহান মে দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি আজ দুপুরে শহরের সদর রোড থেকে তোলা
ছবি: প্রথম আলো

মহান মে দিবস উপলক্ষে বরিশালে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন, জাতীয় শ্রমিক লীগ ও জাতীয়তাবাদী শ্রমিক দল। ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ প্রতিপাদ্য নিয়ে আজ রোববার এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও বরিশাল আঞ্চলিক শ্রম অধিদপ্তর বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচি শুরু করে। নগরের সদর রোডে অশ্বিনীকুমার হলের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে দুপুর পৌনে ১২টার দিকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার বিভিন্ন পেশার শ্রমিকেরা অংশ নেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বরিশালের উপমহাপরিদর্শক মো. ইউসুফ আলী, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময়ে সদর রোডের সোহেল চত্বরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা করে জাতীয় শ্রমিক লীগ বরিশাল জেলা ও মহানগর শাখা। মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়।

এদিকে বেলা ১১টায় নগরের সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল বরিশাল জেলা ও মহানগর শাখা সমাবেশ করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম আকন। এ ছাড়া জাতীয় শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন বরিশালে আলাদাভাবে মহান মে দিবস পালন করেছে।