মেঘনায় যাত্রীবাহী লঞ্চে ডাকাতি

অপরাধ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে যাওয়ার পথে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে ডাকাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ও চাঁদপুরের ষাটনল এলাকার মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রায় ১৫০ যাত্রী নিয়ে রাত নয়টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব যাচ্ছিল এমভি মকবুল-২ নামের যাত্রীবাহী লঞ্চ। রাত সোয়া ১০টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া ঘাটে যাত্রী নামিয়ে আবার চাঁদপুরের দিকে যাত্রা শুরু করে লঞ্চটি। রাত পৌনে ১১টার দিকে গজারিয়া ও চাঁদপুরের মাঝামাঝি ষাটনল এলাকায় পৌঁছালে আট-দশজনের ডাকাত দল স্পিডবোটে করে এসে লঞ্চের যাত্রীদের জিম্মি করে। পরে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে প্রায় ৩০টি মোবাইল ফোন, নগদ টাকা ও মাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা। খবর পেয়ে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

লঞ্চের যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্পিডবোটে এসে ডাকাতেরা লঞ্চে ওঠে। এরপর ফাঁকা গুলি ছুড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। যাত্রীদের মোবাইল ফোন, টাকা, নারীদের স্বর্ণালংকার ও বিভিন্ন মাল লুট করে নিয়ে গেছে তারা। আধা ঘণ্টার বেশি সময় ধরে ডাকাতি হয়। একপর্যায়ে যাত্রীরা চিৎকার শুরু করলে অনেকগুলো ফাঁকা গুলি ছুড়ে ডাকাতেরা চলে যায়।

পুলিশ বলছে, ওই ডাকাতির ঘটনায় লঞ্চের মালিকপক্ষের লোকজন অভিযোগ করার কথা আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।