মেহেন্দীগঞ্জের দুই ইউনিয়নের নির্বাচন স্থগিত

নির্বাচন
প্রতীকী ছবি

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল ইসলাম বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন স্থগিত করার কথা ঘোষণা দেন।

এর আগে সন্ধ্যা সাতটার দিকে এ–সংক্রান্ত চিঠি পান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ইউপি দুটির নির্বাচনের তফসিল স্থগিত করার কথা উল্লেখ করা হয়। ১০ ডিসেম্বর নবগঠিত এই দুই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল।

জহিরুল ইসলাম বলেন, পুরোনো উলানিয়া ইউনিয়নকে বিভক্ত করে উত্তর ও দক্ষিণ উলানিয়া নামে দুটি পৃথক ইউনিয়ন গঠন করা হয়। এরপর নবগঠিত এই দুই ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণাও প্রায় শেষ করে এনেছিলেন। কিন্তু ওই দুই ইউনিয়নের সীমানা–জটিলতার কথা বলে স্থানীয় এক ব্যক্তি আদালতে মামলা করেন। ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের জন্য মামলার আবেদনে উল্লেখ করা হয়। বর্তমানে সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে একটি রিট চলমান। ওই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরও বলেন, নির্বাচন কমিশন সচিবালয় থেকে চিঠি পাওয়ার পর গণবিজ্ঞপ্তি জারি করে উত্তর ও দক্ষিণ উলানিয়া ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে। পাশাপাশি ওই দুই ইউনিয়নে প্রার্থীদের নির্বাচন স্থগিত করার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।