মেয়াদ-মূল্যহীন পণ্য বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের গায়ে মেয়াদ-মূল্য লেখা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, অতিরিক্ত তাপমাত্রার ওষুধ সংরক্ষণ এবং অননুমোদিত ওষুধ বিক্রির অপরাধে সিলেটের দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকেই জরিমানা করা হয়েছে লাখ টাকা।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট শহরতলির মেজরটিলা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের তদারক অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত তদারক অভিযানে সহযোগিতা করেন র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানসহ র‌্যাব সদস্য ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা, অতিরিক্ত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করায় ফিজা অ্যান্ড কোং নামের প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা এবং অননুমোদিত ওষুধ বিক্রির অপরাধে শাহজালাল ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আমিরুল ইসলাম মাসুদ জানান, ভোক্তাদের সচেতন করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।