মোংলা পোর্ট পৌরসভায় প্রথমবার আওয়ামী লীগের মেয়র

মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী শেখ আবদুর রহমান
ফাইল ছবি

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ আবদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১২ হাজার ১২৫ ভোট। ইভিএমে অনুষ্ঠেয় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. জুলফিকার আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯২ ভোট। এ ছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী মোকছেদুর রহমান গামা পেয়েছেন ৩৩ ভোট।

১৯৭৫ সালে মোংলা পোর্ট পৌরসভা গঠিত হয়। বিগত নির্বাচনগুলোতে এখানে কখনোই আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হননি।

তবে কেন্দ্র দখল, ভোট দিতে বাধ্য করা, কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের ভোট বর্জন করেছেন বিএনপি–দলীয় মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী। ভোট শুরুর দুই ঘণ্টা পার না হতেই বিএনপি–দলীয় মেয়র প্রার্থী জুলফিকার এই ঘোষণা দেন। যদিও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর রহমান বিএনপির প্রার্থীর অভিযোগ অস্বীকার করে আসছেন।

বাগেরহাট জেলা নির্বাচন ও মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আবদুর রহমান নৌকা প্রতীকে ১২ হাজার ১২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রের বাইরে ভোটারের উপস্থিতি। মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আজ শনিবার দুপুরে
প্রথম আলো

এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগের কবির হোসেন, শরিফুল ইসলাম, বাহাদুর মিয়া, শফিকুর রহমান, শরিফুল ইসলাম, জি এম আল আমিন, হুমায়ূন হামিদ নাসির, সরোয়ার হোসেন ও মজনু গাজী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জাহানারা চানু, জোহরা বেগম ও শিউলি আকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মোংলা পোর্ট পৌরসভায় নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৩১ হাজার ৫২৮ জন। ভোট পড়েছে ৪০ দশমিক ৪৪ শতাংশ।