মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল ফায়ার সার্ভিসের গাড়ি

ফায়ার সার্ভিসের গাড়ি উল্টে চালকসহ তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে রাজশাহী পবা উপজেলার কাটাখালী থানার কাপাসিয়া এলাকায়
ছবি: সংগৃহীত

রাজশাহীতে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি গাড়ি উল্টে গেছে। এতে আহত হয়েছেন তিনজন। আজ বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী থানার কাপাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন ফায়ার সার্ভিসের গাড়িচালক সজীব হোসেন, ফায়ার সার্ভিসের কর্মী তারিক হোসেন ও নাজমুল হোসেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় ওই মোটরসাইকেল আরোহীর কোনো ক্ষতি হয়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মাসুদ রানা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বেলপুকুর এলাকা থেকে একটি দুর্ঘটনার খবর আসে। পরে সাইরেন বাজিয়ে গাড়ি নিয়ে যেতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কাপাসিয়া এলাকায় এক মোটরসাইকেল আরোহী হঠাৎ তাঁদের সামনে পড়ে যায়। তখন ওই মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িটি উল্টে যায়। এতে তিনজন সামান্য আহত হন।