মোটরসাইকেল আরোহীর কোমরের বেল্টে ছিল ৪ কেজি সোনা

বেনাপোল সীমান্ত এলাকা থেকে আজ সোমবার ২০টি সোনার বারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে বিজিবি।
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২০টি সোনার বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ সোমবার সকালে বেনাপোল বন্দর থানার পুটখালী এলাকায় এক মোটরসাইকেল আরোহীর কোমরের বেল্টে বিশেষ ব্যবস্থায় রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়।

এ সোনার বারের ওজন ৩ কেজি ৮৯১ গ্রাম, যার মূল্য ২ কোটি ৪৯ লাখ ৫১ হাজার ৯০ টাকা। ওই সোনা ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

এ সময় দুই পাচারকারী ব্যক্তিকে গ্রেপ্তার করেন বিজিবির সদস্যরা। তাঁরা হলেন লিটন হোসেন (২৫) ও হাফিজুর রহমান (২৮)। লিটন বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে এবং হাফিজুর একই গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, আজ সকালে বেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে, গোপন সূত্রে এ খবর পায় বিজিবি। এরপর খুলনার ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহীর নেতৃত্বে বিজিবি পুটখালী তল্লাশিচৌকির (বিওপি) একটি টহল দল বেনাপোল বন্দর থানার বালুন্ডা কেষ্টপুর গ্রামের পাকা সড়কের ওপর তল্লাশি অভিযান শুরু করে। সকাল সাড়ে আটটার দিকে একটি মোটরসাইকেলে লিটন হোসেন ও হাফিজুর রহমান সেখান দিয়ে যাচ্ছিলেন। বিজিবির সদস্যরা এ সময় মোটরসাইকেলটি থামিয়ে তাঁদের তল্লাশি করেন এবং তাঁদের একজনের কোমরের বেল্টে বিশেষ ব্যবস্থায় রাখা ২০টি সোনার বার পাওয়া যায়। দুই পাচারকারী ব্যক্তিকে গ্রেপ্তার এবং তাঁদের মোটরসাইকেল, তিনটি মুঠোফোন ও ৬ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়।

খুলনার ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার লিটন হোসেন ও হাফিজুর রহমানকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনার বার এবং জব্দ মোটরসাইকেল, মুঠোফোন ও টাকা থানায় জমা দেওয়া হয়েছে।