মোটরসাইকেল বাহিনীর হামলায় এক পরিবারের আটজন আহত

হামলায় আহতদের হাসপাতালে নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রথম আলো

রাজশাহীর গোদাগাড়ীর এক গ্রামের ভাড়া করা মোটরসাইকেল বাহিনীর হামলায় এক পরিবারের চার নারীসহ আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার কালিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে আসা আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের রুবিনা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী লুৎফর রহমানের জমি নিয়ে বিরোধ আছে। মাপজোখের পর দেখা যায়, জমিটি রুবিনা বেগমের।

কয়েক দিন আগে সেই জমির গাছ কাটা হয়েছে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন লুৎফর রহমান। আজ বিকেলে লুৎফর রহমান রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থেকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে যান। ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী মোটরসাইকেলে করে গ্রামে যান। তাঁদের হাতে ছিল রড, লাঠিসোঁটা আর ধারালো অস্ত্র। তাঁরা রুবিনাদের বাড়িতে ঢুকে মারধর শুরু করেন।

আহত ব্যক্তিদের মধ্যে মঞ্জুর হোসেন নামের একজন বলেন, জমি মাপজোখের আগেও লুৎফর রহমান কাশিয়াডাঙ্গা থেকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে গিয়েছিলেন। সেটি প্রায় তিন মাস আগের ঘটনা। সেদিনও তাঁদের ওপর হামলা করা হয়। এবার জমি মাপে হেরে যাওয়ার পর আবার সন্ত্রাসী নিয়ে যান লুৎফর।

হামলার ঘটনার কথা নিশ্চিত করেছেন উপজেলার ঋশিকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বেশারত হোসেনও। লুৎফর রহমান স্থানীয় ভাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

হামলার অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও লুৎফর রহমান কল ধরেননি।

গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, কাশিয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল বাহিনী গিয়ে হামলা করার সত্যতা পাওয়া গেছে। জমি ও গাছ কাটা নিয়ে বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।