মোটরসাইকেলের সিটের নিচে ছিল ৬৩১৫টি ইয়াবা

ফেনী সদর উপজেলার লালপুল এলাকায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের সিটের নিচ থেকে ৬ হাজার ৩১৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের আরোহী দুই যুবককে আটক করা হয়েছে। পরে মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন নাটোরের বাগাতিপাড়ার মজনু আলী (৩৮) ও নেত্রকোনার পূর্বধলার মো. হক মিয়া (৩০)। এ সময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার জানান, মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিক থেকে মোটরসাইকেলে করে কিছু লোক ঢাকার দিকে যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে মহাসড়কের লালপুল এলাকায় র‌্যাব সদস্যরা তল্লাশিচৌকি স্থাপন করেন।

এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়ার পর আরোহীরা না থেমে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে মোটরসাইকেলটি আটক করা হয়। পরে মোটরসাইকেলের সিটের নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬ হাজার ৩১৫টি ইয়াবা উদ্ধার এবং ২ আরোহীকে গ্রেপ্তার করা হয়। মোটরসাইকেলটিও জব্দ করা হয়। সন্ধ্যায় তাঁদের দুজনকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল সোমবার তাঁদের আদালতে পাঠানো হবে।