মোহনগঞ্জে কোভিডের উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে কোভিড-১৯-এর উপসর্গ নিয়ে এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।

এদিকে, ওই নারীর মৃত্যুর পর তাঁর পরিবারের লোকজন করোনা–আতঙ্কে লাশের পাশে আসেননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা আড়াইটার দিকে প্রশাসনের লোকজন সেখানে গিয়ে লাশ দাফন প্রক্রিয়া শুরু করেন। ।

এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী বেশ কিছু দিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনা সন্দেহে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। আজ সকাল আটটার দিকে তিনি মারা যান। এদিকে, মৃত্যুর পর তাঁর পরিবারের লোকজন করোনা-আতঙ্কে লাশের পাশে আসেননি। এ অবস্থায় এলাকাবাসী উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যদের খবর দেন। আজ বেলা আড়াইটার দিকে প্রশাসনের লোকজন সেখানে গিয়ে লাশ দাফনের প্রক্রিয়া শুরু করেন।

এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, ওই নারী করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃত্যুর পর তাঁর স্বজন ও প্রতিবেশীরা লাশের কাছে যাননি। দুপুরে খবর পেয়ে প্রশাসনের লোকজন নিয়ম মেনে তাঁর মৃতদেহ দাফনের ব্যবস্থা করেন।