মৌলভীবাজার জেলা বিএনপিতে বিভিন্ন পদে ১২ জনের অন্তর্ভুক্তি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কমিটির শূন্যপদ পূরণ, পদোন্নতি ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন করে ১২ জনকে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে।

জেলা বিএনপি ও বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি জেলা শাখার এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের। সভাটি তাঁর বাসভবনেই অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে শূন্যপদ পূরণ, পদোন্নতি ও নতুন সদস্য অন্তর্ভুক্তির ব্যাপারে আলাপ-আলোচনা হয়।

এর পরিপ্রেক্ষিতে সহসভাপতি পদে রেজিনা নাসের ও শওকতুল ইসলাম (কুলাউড়া), প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) পদে মো. ফখরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে আবদুর রহিম, সদস্যপদে শফিকুর রহমান চৌধুরী (কমলগঞ্জ), সেলিম চৌধুরী (কমলগঞ্জ), মাসুম রেজা (জুড়ী), এমদাদুল হক চৌধুরী (জুড়ী), আবদুল ওয়াহিদ, আবুল কালাম আজাদ, লিয়াকত আলী (জুড়ী) ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মিজানুর রহমান মিজানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া বর্তমানে কানাডায় অবস্থানর তফয়ছল আহমদ চৌধুরী ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত দারাদ আহমদকে উপদেষ্টা করা হয়েছে।

জেলা বিএনপির দপ্তরের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে দুটি শূন্যপদ পূরণ, তিনজনের পদোন্নতিসহ ১২ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।