মৌলভীবাজারে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

টিকার দ্বিতীয় ডোজ প্রদান চলছে। আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল কেন্দ্রেপ্রথম আলো

মৌলভীবাজারে উৎসাহের সঙ্গেই করোনার টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল কেন্দ্রে লোকজনকে উপস্থিত হতে দেখা গেছে। মুঠোফোনে খুদে বার্তা যাঁরা পেয়েছেন, তাঁরা হাসপাতাল কেন্দ্রে এসে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

পর্যায়ক্রমে মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল ইসলাম, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এম এ আহাদসহ খুদে বার্তাপ্রাপ্ত লোকজন আজ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। সদর উপজেলায় আজ টিকা গ্রহণের জন্য ৫০০ জনকে খুদে বার্তা দেওয়া হয়েছে।

টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। আজ বৃহস্পতিবার মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল কেন্দ্রে
প্রথম আলো

মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এম এ আহাদ প্রথম আলোকে বলেন, ‘টিকা খুব সুন্দরভাবে দিতে পেরেছি। সময় লাগেনি।’

জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ জানান, সারা জেলায় এ পর্যন্ত ৬৪ হাজার ৮১৮ জন প্রথম ডোজের টিকা নেন। নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৫৫ জন। ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আটটি বুথে টিকা দেওয়া হচ্ছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও তিনটি করে বুথ খোলা রয়েছে। যাঁরা প্রথম ডোজ টিকা এখনো দেননি, তাঁরাও হাসপাতাল কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন।