মৌলভীবাজারে কোভিডে আক্রান্তদের বেশির ভাগই এখন সুস্থ

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০৮। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ২৭ জন। সুস্থ হওয়া ব্যক্তিদের বেশির ভাগই বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।

গত ৪ এপ্রিল মৌলভীবাজারে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সবশেষ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে। তাঁদের মধ্যে নমুনা দেওয়া ১৫ জন, রাজনগর উপজেলায় ৪ জন, কুলাউড়ায় ৪ জন, বড়লেখায় ৪ জন, শ্রীমঙ্গলে ৩ জন ও জুড়ী উপজেলায় ১ জন রয়েছেন।

অন্যদিকে জেলায় সুস্থ রোগীর সংখ্যা ১ হাজার ২৭। তাঁদের মধ্যে বাড়িতে থেকে সুস্থ হয়েছেন ৯৩৪ জন এবং হাসপাতালে ৯৩ জন।
এ পর্যন্ত জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। তাঁদের মধ্যে বাড়িতে ৯ জন এবং হাসপাতালে মারা গেছেন ১১ জন।

মৌলভীবাজারের সিভিল সার্জন তউহীদ আহমেদ আজ সোমবার প্রথম আলোকে বলেন, সার্বিক অবস্থা খারাপই। আক্রান্তের সংখ্যা ও মৃত্যু দুটোই বাড়ছে। কিন্তু জনগণের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে কোনো সচেতনতা নেই। অথচ করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য সচেতনতার কোনো বিকল্প নেই।