মৌলভীবাজারের চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্রে যাত্রী পারাপার বন্ধ

মৌলভীবাজারের কুলাউড়া চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে কোনো যাত্রী ভারতে যেতে পারছেন না। অন্যদিকে ভারতের কৈলাশহরের মনু স্থল অভিবাসন কেন্দ্রে বাংলাদেশি ভিসাধারী যাত্রীরা অপেক্ষা করলেও চাতলাপুর অভিবাসন কেন্দ্র তাঁদের গ্রহণ করছে না। এতে ভারতগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

করোনা সংক্রমণের কারণে টানা দুই বছর ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাতায়াত বন্ধ ছিল। ১ এপ্রিল ভারত ও বাংলাদেশের সব স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাত্রী যাতায়াত শুরু হয়েছে। এ বিষয়ে চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্রের অভিবাসন কর্মকর্তা নাসিমুল ইসলাম বলেন, এ পথে যাত্রী যাতায়াত শুরু করতে তিনি কোনো লিখিত নির্দেশনা পাননি। তাই যাত্রীদের তিনি বহির্গমনের অনুমতি দিচ্ছেন না। ভারতীয় যাত্রীদেরও গ্রহণ করছেন না।

সম্প্রতি ভারতের হাইকমিশনের সিলেট ভিসা কেন্দ্র থেকে চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে ভারতে যাতায়াতের ভিসা পেয়েছিলেন ব্যবসায়ী আবদুস শুকুর। তিনি বলেন, ‘দেশের সব স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে যাত্রীরা ভারতে যেতে পারছেন। ব্যাংকে ভ্রমণ কর জমা দিয়ে চেকপোস্টে গেলে চাতলাপুর অভিবাসন কর্মকর্তা ভারতে যেতে দেননি। শুধু এ পথে ভারতে যেতে দেওয়া হচ্ছে না।’

চাতলাপুর অভিবাসন কেন্দ্রের ওপারে ভারতের কৈলাশহরের মনু অভিবাসন কেন্দ্রের অবস্থান। গত শুক্রবার জিরো পয়েন্টে ওই কেন্দ্রের কর্মকর্তা নিরঞ্জন মজুমদার এ প্রতিনিধিকে বলেন, বাংলাদেশের সঙ্গে সব স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে দুই দেশের ভিসাধারী যাত্রী যাতায়াত শুরু হয়েছে। তাঁদের অফিসে বাংলাদেশি ভিসাধারী যাত্রী আসছেন। কিন্তু চাতলাপুর অভিবাসন কেন্দ্র যাত্রীদের গ্রহণ করবে না বলে জানিয়েছে। এ জন্য তাঁদের বহির্গমনের অনুমতি দেওয়া হচ্ছে না।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, বিষয়টি পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন বিভাগের দেখার কথা। সেখান থেকে যাত্রী পারাপারে চিঠি আসার কথা। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।