মৌলভীবাজারের সাবেক সাংসদ তোয়াবুর রহিম আর নেই

মৌলভীবাজারের সাবেক সাংসদ তোয়াবুর রহিম
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলার সাবেক সাংসদ মো. তোয়াবুর রহিম (৯৬) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তোয়াবুর রহিমের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র গ্রামে। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি মনসুরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য হন। তিনি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ (একাংশ) আসন থেকে সাংসদ নির্বাচিত হন।

স্থানীয় সূত্র জানায়, তোয়াবুর রহিম স্ত্রী, ছয় ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তাঁর বাবার নামে নিজ গ্রামে হাজী ছালামত স্মৃতি উচ্চবিদ্যালয় ও উত্তর বালিসহস্র প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার মৃত্যুর পর তিনি রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েন। এরপর তিনি প্রায় স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস শুরু করেন। জীবনের শেষ দিকে তিনি হাজী ছালামত স্মৃতি উচ্চবিদ্যালয় ও উত্তর বালিসহস্র সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।