ময়মনসিংহ জেলায় করোনা রোগী ৭শ ছাড়াল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহে আরও ৪৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭শ ছাড়িয়েছে।

রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানায় সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে ময়মনসিংহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭১৪ জনে।

সিভিল সার্জন এবিএম মসিউল আলম জানান, নতুন করে আক্রান্ত ৪৬ জনের মধ্যে ভালুকায় ২১, ময়মনসিংহ সদরে ৮, ফুলপুরে ৫, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জে ৩ জন করে, গৌরীপুর ও ফুলবাড়িয়ায় ২ জন করে এবং তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় ১ জন করে রয়েছেন।

জেলায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে সদর উপজেলায়। এখানে ৩৭৯ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৭৮ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যকর্মী। এ ছাড়া ভালুকায় ১০০, ঈশ্বরগঞ্জে ৩৮, ধোবাউড়ায় ও ফুলপুরে ৩৪ জন করে, গফরগাঁও উপজেলায় ৩৩, ত্রিশালে ২৬, নান্দাইল ও মুক্তাগাছায় ১৪ জন করে, ফুলবাড়িয়ায় ১৬ জনসহ জেলার ১৩ উপজেলাতেই করোনার বিস্তার ঘটেছে।

সিভিল সার্জন আরও জানান, জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৬৬ জন আইসোলেশনে (বিচ্ছিন্ন) রয়েছেন। এঁদের মধ্যে ৪৩৩ জন নিজ বাড়িতে আইসোলেশনে এবং ৩৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৩৪ জন সুস্থ হয়েছেন। এ ছাড়া ৮ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।