ময়মনসিংহ বিভাগে আরও ১০৫ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাসের প্রতীকী ছবি

ময়মনসিংহ বিভাগের চার জেলায় নতুন করে ১২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮৪২টি নমুনা পরীক্ষা থেকে এ তথ্য পাওয়া গেছে। এ সময় করোনা সংক্রমণের হার ১৪ দশমিক ৮১।

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের জামালপুর জেলায় করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মারা গেছেন ১৬৬ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় মোট ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৫ জন। শেরপুর জেলায় ১৩৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৪ জন। জামালপুরে ১০৩ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন এবং নেত্রকোনা জেলায় ১০৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে আগের চেয়ে নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা বেড়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৪৩৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৫৩ জন।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ২০ জন।

ময়মনসিংহ জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এ অবস্থায় করোনা প্রতিরোধ কমিটির কাছে আমাদের প্রস্তাব থাকবে, এলাকাভিত্তিক কার্যকর লকডাউন দেওয়ার। এটাই এ মুহূর্তে সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। আগামী বুধবারের সাপ্তাহিক সভায় এ সুপারিশ করা হবে।