ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেডিকেটেড করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ১৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন এবং উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নয়জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। বাকি আটজন অন্যান্য জেলার বাসিন্দা বলে জানিয়েছেন করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান। তিনি বলেন, বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৪ জন ভর্তিসহ ৪৭৮ রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে ২১ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ৩২ জন।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ সদরের সাদিয়া নিতু (২৫), মুক্তাগাছার আবুল হোসেন (৬২), ঈশ্বরগঞ্জ উপজেলার সোহরাব উদ্দীন (৭২) ও আছিয়া বেগম (৭৫); শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আফরোজা (৪০) ও নকলা উপজেলার খাদিজা বেগম (৪৫); নেত্রকোনা সদরের মমতা (৫৫) ও কবির (৩৩); জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গোলাম আযম (৫৫) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার রতন মিয়া (৪৭) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

এ ছাড়া ময়মনসিংহ সদরের রুস্তম আলী (৭৩), দীনেশ চন্দ্র (৮০), রেণু বালা (৫৫), নান্দাইল উপজেলার আবু সাঈদ (৭৫), ত্রিশালের আবুল কাশেম (৪৫); শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাজেদা বেগম (৫০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মোছা. সাথিয়া (৪৫) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৯৯টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা মোট ১২ হাজার ৪৮৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ১৮৩ জন এবং করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ১২৯ জন। বর্তমানে ৩ হাজার ৩৪১ জন আইসোলেশনে।