ময়মনসিংহে তৃতীয় ধাপে ঘুরে দাঁড়িয়েছে আ.লীগ

দ্বিতীয় ধাপে ময়মনসিংহের ১৯টি ইউপির মধ্যে মাত্র ৫টি ইউপিতে জয় পেয়েছিল। তৃতীয় ধাপে জেলার ২৭টির মধ্যে ১৪টিতেই জিতেছে আওয়ামী লীগ।

ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বিতীয় দফায় ময়মনসিংহের ধোবাউড়া এবং ফুলবাড়িয়া উপজেলার ২০টি ইউনিয়নে ভরাডুবির পর তৃতীয় দফায় ভালো ফল করেছে আওয়ামী লীগ। তৃতীয় দফায় ৩ উপজেলার ২৭ ইউপির নির্বাচনে আওয়ামী লীগের ১৪ প্রার্থী বিজয়ী হয়েছেন। ত্রিশালের একটি ইউপির ফল স্থগিত রয়েছে।

এর আগে দ্বিতীয় দফার নির্বাচনে ময়মনসিংহের ধোবাউড়া এবং ফুলবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছিল। ধোবাউড়ার সাতটি ইউপির মধ্যে ছয়টির ফল প্রকাশ করা হয়েছিল। ছয়টির মধ্যে মাত্র একটিতে আওয়ামী লীগের প্রার্থী জিতেছিলেন। ধোবাউড়ার একটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মাত্র ১৫৮টি ভোট পেয়েছিলেন। এ উপজেলার অপর ২টি

ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা যথাক্রমে ৩৭৬ এবং ৩৯২ ভোট পেয়েছিলেন। ফুলবাড়িয়ায় দ্বিতীয় দফায় ১৩টি ইউনিয়নের মধ্যে মাত্র ৪টিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছিলেন।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, তৃতীয় দফায় আওয়ামী লীগের ফল দ্বিতীয় দফার চেয়ে ভালো হয়েছে। ২৭টি ইউপির মধ্যে ১৪টিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। রোববার ময়মনসিংহ সদর, ত্রিশাল এবং মুক্তাগাছা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের তিনটিতে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন বোরোরচর ইউপিতে আশরাফুল আলম সাব্বির, অষ্টাধর ইউপিতে এমদাদুল হক আরমান, কুষ্টিয়া ইউপিতে বীর মুক্তিযোদ্ধা এস এম শামসুল হক।

দলীয় সূত্রে জানা যায়, ত্রিশালের ১২টি ইউপির মধ্যে রামপুর ইউপির ফল স্থগিত রয়েছে। বাকি ১১টি ইউপির মধ্যে ৬টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। অপরদিকে মুক্তাগাছায় ১০টি ইউপির মধ্যে ৫টিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি পাঁচটির মধ্যে চারটিতেই বিদ্রোহীরা এবং একটিতে বিএনপির নেতার জয় হয়েছে।