ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

বজ্রপাত
প্রতীকী ছবি

ময়মনসিংহ সদর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার দড়ি কুষ্টিয়া বালুয়াপাড়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের আবু বাক্কার (৪০) ও জাহাঙ্গীর আলম (৩০)। তাঁরা পেশায় কৃষক ছিলেন। বজ্রপাতে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম শামসুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই ময়মনসিংহ সদর উপজেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। বেলা ১১টার দিকে বৃষ্টি একটু কমে এলে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের একটি খালে মাছ ধরতে যান আবু বাক্কার, জাহাঙ্গীর আলমসহ গ্রামের আরও কয়েকজন। দুপুর পৌনে ১২টার দিকে ওই খালে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান আবু বাক্কার ও জাহাঙ্গীর আলম। মাছ ধরতে যাওয়া অন্যরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

ইউপি চেয়ারম্যান এস এম শামসুল হক বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যু দুঃখজনক ঘটনা। নিহত ব্যক্তিদের পরিবারের খোঁজ নিয়েছেন তিনি।