যদি টুপ করে ফেলে দেয়, সে জন্য দাওয়াত পেয়েও যাইনি: আব্বাস

কিশোরগঞ্জের ইটনা সদর এলাকায় ত্রাণ বিতরণের সময় বক্তব্য দেন বিএনপির নেতা মির্জা আব্বাস। আজ রোববার
ছবি: প্রথম আলো

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যদি টুপ করে ফেলে দেয়, সে জন্য পদ্মা সেতুর উদ্বোধনের দাওয়াত পেয়েও যাইনি। প্রধানমন্ত্রী আগেই বিএনপির চেয়ারপারসনসহ আমাদের পদ্মা সেতু থেকে পানিতে টুপ করে ফেলে হত্যার হুমকি দিয়েছেন।’

রোববার কিশোরগঞ্জের ইটনায় বিএনপির পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি আরও বলেন, সিলেট-সুনামগঞ্জ, কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ দেশের মানুষ যখন বন্যায় চরম ভোগান্তিতে রয়েছে, সে সময় এ সরকার পদ্মা সেতু উদ্বোধনের তামাশায় মেতেছে। উদ্বোধনের বাথরুম তৈরি করতে কয়েক কোটি টাকা খরচ করেছে। অথচ বন্যার্ত মানুষের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ করেছে। এর থেকে লজ্জার কথা আর কি হতে পারে।’

ত্রাণ না পেয়ে বন্যাকবলিত মানুষ অর্ধাহারে-অনাহারে মানবেতর দিন যাপন করছে বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের টাকা লুটপাট করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এখন জনগণকে অভুক্ত রেখে দুর্ভোগ-দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে।

দুপুরে কিশোরগঞ্জ জেলার বন্যাকবলিত হাওরাঞ্চল পরিদর্শন করেন মির্জা আব্বাস। ইটনা উপজেলা সদর ও ধনপুর ইউনিয়নে দুর্গত মানুষের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে মির্জা আব্বাস বক্তব্য দেন। এর আগে সকালে ইটনা নতুনবাজার কলেজ মাঠে ত্রাণ বিতরণের জন্য শামিয়ানা টানানো হলে পুলিশ এসে তাতে বাধা দেয় ও সরঞ্জাম নিয়ে যায়। পরে খোলা আকাশের নিচে ত্রাণ বিতরণ করেন বিএনপির নেতারা।

মির্জা আব্বাস বলেন, একজন ব্যক্তির ইচ্ছা পূরণের জন্য হাওরের ভেতর দিয়ে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের ফলে ঢলের পানি নামতে পারছে না। ক্ষমতায় এলে এ সড়কের পরিকল্পনামাফিক ব্যবস্থাসহ হাওরে উড়ালসেতু করবে বিএনপি।