যমুনা সার কারখানায় আবার উৎপাদন বন্ধ

যমুনা সার কারখানার মূল ফটক
ফাইল ছবি

৫৮১ টন সার উৎপাদনের পর জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে সার উৎপাদন আবার বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গতকাল বুধবার রাত থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ রয়েছে।

যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান যমুনা সার কারখানা অবস্থিত। গত ১৮ নভেম্বর ভোর থেকে ইউরিয়া প্ল্যান্টের স্ট্রিপার বয়লারের ছিদ্র মেরামতের জন্য সার উৎপাদন বন্ধ করা হয়। গত ১৪ দিন উৎপাদন বন্ধ থাকে। মেরামত শেষে গতকাল বুধবার ভোর ছয়টায় কারখানায় সার উৎপাদন শুরু করা হয়। ১২ ঘণ্টায় কারখানাটিতে ৫৮১ টন সার উৎপাদনের পর বুধবার রাতে আবার উৎপাদন বন্ধ হয়ে যায়।

কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) অশ্বিনী কুমার ঘোষ বলেন, যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় বুধবার রাত থেকে সার উৎপাদন বন্ধ আছে। ত্রুটি মেরামত শেষে উৎপাদনে যেতে তিন-চার দিন সময় লাগতে পারে বলে জানান তিনি।