যমুনায় ইলিশ ধরার অপরাধে ১৪ জেলের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে অপ্রাপ্তবয়স্ক সাতজনকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয় উপজেলায় যমুনা নদীতে ইলিশ শিকারে যান জেলেরা। খবর পেয়ে গতকাল সোমবার মধ্য রাত থেকে আজ ভোর পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশ যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় ৫ কেজি মা ইলিশ জব্দ করার পাশাপাশি ৩০ মিটার কারেন্ট জালসহ ২১ জেলেকে আটক করা হয়।

এ বিষয়ে ইউএনও জেসমিন সুলতানা বলেন, ইলিশ শিকারের অপরাধে আটক ২১ জেলের মধ্যে ১৪ জনকে এক মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ৩০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দ করা মা ইলিশ দেওয়া হয়েছে স্থানীয় এতিমখানায়।

ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে (৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত) ২২ দিনের জন্য দেশের ৩৮টি নদ-নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা চলছে।