যশোরে করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সাতক্ষীরার বাড়ি লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সাতক্ষীরার এক বাসিন্দা (৩১) করেনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে জেলা শহরের একটি এলাকায় তাঁর বাড়িটি লকডাউন করেছে প্রশাসন।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই স্বাস্থ্যকর্মী সাতক্ষীরার বাড়ি থেকে শার্শায় নিজের কর্মস্থলে যাতায়াত করতেন। তিনিসহ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজনের নমুনা নিয়ে পরীক্ষা করানো হয়। তাঁদের মধ্যে ওই স্বাস্থ্যকর্মীর প্রতিবেদন করোনা 'পজিটিভ' এসেছে। রোবরার সকালে প্রতিবেদনটি হাতে আসে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই স্বাস্থ্যকর্মী বর্তমানে সাতক্ষীরা শহরে নিজের বাড়িতে অবস্থান করছেন। শারীরিক অবস্থা ভালো থাকায় আপাতত বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নেবেন। ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি রোববার দুপুর দেড়টার দিকে লকডাউন করা হয়। আশপাশের আরও ১৫টি বাড়ির লোকজনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এর আগে বেনাপোল সীমান্ত দিয়ে আসা সাতক্ষীরার এক যুবক করোনা 'পজিটিভ' হন। বর্তমানে তাঁকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।