যশোরে ট্রাকচাকায় পিষ্ট হয়ে নারী নিহত

যশোরের বেনাপোলে ট্রাকচাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে বেনাপোল বন্দর থানার বেনাপোল স্থলবন্দরের ১ নম্বর গেটের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম সুরাইয়া খাতুন (২০)। তিনি বেনাপোল বন্দর থানার নারায়ণপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

কয়েক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুরে একটি ট্রাক বেনাপোল স্থলবন্দরের দিক থেকে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে বেনাপোল বাজারের দিকে যাচ্ছিল। এ সময় একই দিকে ট্রাকের পেছনে পেছনে সুরাইয়া খাতুনসহ কয়েক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান যাচ্ছিল।

দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাকটি বেনাপোল স্থলবন্দরের ১ নম্বর গেটের সামনে পৌঁছায়। এ সময় দ্রুতগতির ভ্যানটি পেছন দিক থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে সুরাইয়া ঘটনাস্থলেই মারা যান।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুরাইয়া মারা গেছেন। ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।