যশোরে বাগান থেকে যুবকের লাশ উদ্ধার
যশোরে রেললাইনের পাশের বাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের গায়ে কোনো পোশাক ছিল না, মুখে গামছা ঢোকানো ছিল।
নিহতের নাম মো. লাবলু (৩৮)। তিনি যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা কলোনিপাড়ার আবদুল মান্নানের ছেলে। তিনি ডিমের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সকালে খোলাডাঙ্গা রেললাইনের পাশে একটি বাগানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বাবা আবদুল মান্নান বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর ছেলে লাবলু বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে তাঁকে পাওয়া যায়নি। সকালে খবর আসে, খোলাডাঙ্গা গ্রামে বাগানে ছেলের লাশ পড়ে আছে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ও ডিবির ওসি রূপম কুমার সরকার বলেন, গতকাল রাতে হত্যার পর সন্ত্রাসীরা লাশ ফেলে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।