যশোরে শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া বৃদ্ধ 'করোনায় আক্রান্ত ছিলেন না'

যশোর
যশোর

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন রিজাউল ইসলাম (৬৫)। গতকাল শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান। তাঁর বাড়ি যশোরের চৌগাছা উপজেলার জামিরা গ্রামে।

রিজাউল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। আজ শনিবার পরীক্ষার প্রতিবেদন চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে। নমুনা পরীক্ষার প্রতিবেদনে জানা গেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রিজাউল ইসলাম শ্বাসকষ্ট নিয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। করোনা আক্রান্ত সন্দেহে তাঁকে ওই রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোর চারটার দিকে সেখানেই তিনি মারা যান। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় তাঁর মৃতদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। স্বল্প পরিসরে জানাজা শেষে বিকেল পাঁচটায় তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার বলেন, গতকাল শুক্রবার যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে তাঁর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। আজ নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাতে দেখা গেছে, তাঁর করোনা ‘নেগেটিভ’। তবে তাঁর সংস্পর্শে আসা ও হাসপাতালে নিয়ে যাওয়া দুই নারী ও এক পুরুষকে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।