যাতায়াতের পথে বেড়া, ১০টি পরিবারের বিড়ম্বনা

সড়কের ২০০ ফুট এলাকায় আড়াআড়িভাবে দুই স্থানে টিন, বাঁশ ও কাপড় দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে

সাতক্ষীরা জেলার মানচিত্র

সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বাগানপাড়ায় ১০টি পরিবারের যাতায়াতের পথে বন্ধ করে বেড়া বসানো হয়েছে। এতে ২৭ দিন ধরে চলাচলে বিড়ম্বনায় আছেন পরিবারগুলোর সদস্যরা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দেবহাটা উপজেলা বরাবর আবেদন করা হয়েছে।

গত ১৫ জানুয়ারি স্থানীয় আবদুল আজিজ, আবদুল ওহাব, গোলাম হোসেন ও পিয়ার আলী রাস্তাটি করে দিয়েছেন বলে আবেদনে অভিযোগ আনা হয়েছে। সরেজমিন দেখা যায়, উত্তর দক্ষিণ লম্বা প্রায় ৩০০ ফুট লম্বা ও ৪-৫ ফুট প্রস্থ মাটির সড়ক দিয়ে ১০টি পরিবার যাতায়াত করে। ওই সড়কের ২০০ ফুট এলাকায় আড়াআড়িভাবে দুই স্থানে টিন, বাঁশ ও কাপড় দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ওই সব পরিবারের লোকজনকে অন্যের জমির ওপর দিয়ে ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

অবরুদ্ধ একটি পরিবারের সদস্য কবির হোসেন বলেন, ১০টি পরিবারের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও ব্যবসা করেন। প্রায় ৩০০ ফুট লম্বা ওই সড়ক দিয়ে তাঁরা ৬০-৬৫ বছর ধরে যাতায়াত করে আসছেন। হঠাৎ তাঁদের প্রতিবেশীরা ২০০ ফুট জায়গা নিজেদের দাবি করে পথ বন্ধ করে দেন। এতে চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আজগর আলী বলেন, তাঁর বয়স ৫০ বছর। তাঁর জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকে দেখেছেন, ওই রাস্তা দিয়ে ৮-১০টি পরিবারের যাতায়াত। সম্প্রতি উপজেলা পরিষদ থেকে ওই রাস্তা ইটের সলিং দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জরিপ করে যাওয়ার পর হঠাৎ করে আবদুল আজিজ, আবদুল ওহাবসহ কয়েকজন ওই রাস্তার জমি তাঁদের দাবি করে বেড়া স্থাপন করেছেন।

আবদুল আজিজ বললেন, রাস্তার জমি তাঁদের রেকর্ড করা জমি। দীর্ঘদিন ধরে লোকজন তাঁদের জমির ওপর দিয়ে যাতায়াত করেন। এখন তাঁরা তাঁদের জমির ওপর দিয়ে যাতায়াতের রাস্তা দেবেন না। এ জন্য বন্ধ করে দিয়েছেন।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, অভিযোগ পাওয়ার পর শুক্রবার সকালে জরিপকারককে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। যে পক্ষ সড়ক বন্ধ করে দিয়েছে তারা বলছে, ওই জমি তাদের রেকর্ড করা জমি। জরিপ করে দু-এক দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন জরিপকারক। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।