যাত্রী ও যানবাহন সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

যানবাহনশূন্য দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট। শুক্রবার সকালে
ছবি: এম রাশেদুল হক

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ এখন যাত্রী ও যানবাহনসংকটে ভুগছে। পদ্মা সেতু চালু হওয়ার আগে প্রতিদিন গড়ে প্রায় অর্ধলাখ যাত্রী এবং সাত-আট হাজার যানবাহন পারাপার হতো। পদ্মা সেতু চালুর পর থেকে পাঁচ দিনে যানবাহন কম পার হয়েছে ৭ হাজার ৬৮৮টি।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে অবস্থান করে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের কোনো সারি নেই। পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে যেখানে কয়েক দিন আগেও ফেরির জন্য মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা ও দিনের পর দিন নদী পারের অপেক্ষায় থাকত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস, সেই মহাসড়ক এখন ফাঁকা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, ২৫ জুন পদ্মা সেতু চালুর পর থেকে দৌলতদিয়া ঘাট দিয়ে পাঁচ দিনে যানবাহন কম পার হয়েছে ৭ হাজার ৬৮৮টি। তবে তাঁরা আশা করছেন, কয়েক দিন পর কোরবানির ঈদ। সে সময় গরুর ট্রাকসহ যানবাহনের একটু চাপ বাড়বে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২১টি ছোট-বড় ফেরি আছে। এর মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে। বাকি চারটি ফেরির মধ্যে একটি ইউটিলিটি ফেরি চন্দ্রমল্লিকা পাটুরিয়ার মধুমতী ভাসমান কারখানা ডকইয়ার্ডে মেরামতে রয়েছে এবং যানবাহন কম থাকায় তিনটি টানা (ডাম্প) ফেরি বসিয়ে রাখা হয়েছে। তবে গাড়ির চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়বে।

পদ্মা সেতু চালুর পর পাল্টে গেছে দুই ঘাটের চিত্র। যেসব যানবাহন নদী পারাপারের জন্য আসছে, সেগুলো সরাসরি ফেরিতে উঠতে পারছে। অধিকাংশ যানবাহন কোনো ধরনের অপেক্ষা ছাড়াই ফেরিতে উঠে ঘাট পার হচ্ছে। আবার কোনো সময় যানবাহন না পেয়ে অর্ধেক জায়গা ফাঁকা রেখেই ঘাট ছাড়ছে ফেরিগুলো।

দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়, পদ্মা সেতু উদ্বোধনের আগে ২০ থেকে ২৫ জুন পর্যন্ত দৌলতদিয়া থেকে বিভিন্ন ফেরিতে পাটুরিয়া ঘাট গেছে যাত্রীবাহী বাস ৩ হাজার ২৩০টি, পণ্যবাহী ট্রাক ৭ হাজার ১৩৪টি, ছোট যানবাহন ৯ হাজার ৭৩০টি ও মোটরসাইকেল ৩৭৭টি। মোট পরিবহন পারাপার হয়েছে ২০ হাজার ৪৭১টি। পদ্মা সেতু চালুর পর ২৬ থেকে ৩০ জুন পর্যন্ত দৌলতদিয়া থেকে বিভিন্ন যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে ফেরি গেছে। এর মধ্যে যাত্রীবাহী বাস ১ হাজার ৯৮৫টি, পণ্যবাহী ট্রাক ৫ হাজার ৬৬৫টি, ছোট যানবাহন ৪ হাজার ৭৪৪টি এবং মোটরসাইকেল ৩৮৯টি। এই পাঁচ দিনে মোট ১২ হাজার ৭৮৩টি যানবাহন পার হয়েছে।