যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প শুরু

‘যুবশক্তির জয়গানে উজ্জীবিত হোক বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে গতকাল রোববার থেকে ছয় দিনব্যাপী যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের উদ্যোগে এ যুব ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধাসহ এই আট জেলার রেড ক্রিসেন্টের ৮২টি ইউনিটের ৬৫০ জন যুব রেড ক্রিসেন্টের সদস্য অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রেড ক্রিসেন্ট যুব সদস্যদের উদ্দেশে বলেন, ‘তোমাদের ঘুম বিসর্জন দিয়ে ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করতে হবে। মানুষ যাতে উন্নত জীবন পায় এবং সবাইকে সুখী রাখা যায়, সেদিকে তোমাদের নজর রাখতে হবে। রংপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাফিয়া খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এইচ এন আশিকুর রহমান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নূর ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক এ কে এম সিরাজুল ইসলাম, রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান প্রমুখ।